সঠিক ভাবে Online এ আয়


আপনি কি সঠিক ভাবে Online এ আয় করতে চান । তবে আর দেরি কেন এখনই রেজিস্ট্রেশান করুন । একটা কথা জেনে রাখা ভাল Online এ অনেক ভাবে কাজ পাওয়া যায় কিন্তু  payment পাওয়া যায় না আর payment না পেলে আপনার শ্রম আর সময় দুইটাই loss  তাই কাজ করুন ভাল সাইট এ যারা payment ভাল দেয় । এমন কিছু সাইট এর কাজ আজ আমি আপনাদের শিখাব । তাহলে শুরু করা যাক


01. Microworkers   এই সাইট এ ছোট ছোট কাজ করে আপনি ইনকাম করতে পারবেন এর কাজ খুব সহজ যেমন- Sign up, Facebook like, Data entry, command, twitter, Forum write etc .একটা Pদিয়ে একটা Account করা যায় আর Registration করার সমায় আপনার E-mail আর আপনার বাসার ঠিকানা সঠিক দিন কেননা টাকা উঠানোর সমায় উরা আপনার বাসার ঠিকানায় pin কোড পাঠাবে তাই ঠিকানা ভুল হলে আপনার pin code পাইবেন না আর pin code না পেলে টাকা ও ওঠাতে পারবেন না। Registration করার পর E-mail এ গিয়া Verify করবেন তারপর log in করবেন কাজ করার জন্য Job click করবেন এখানে অনেক Job দেওয়া থাকবে আপনি যেটা পারবেন ঐ টা করবেন কি কি করতে হবে তা লিখা থাকবে আর Buyer কে কি Requirement দিতে হবে তাও নিচে দেওয়া থাকবে Requirement গুলো সংগ্রহ করুন আর Proof এ Submit করুন আপনার কাজ শেষ Buyer আপনার কাজ দেখে আপনাকে Payment করবে। আপনি $৯ হলে Withdraw দিতে পারবেন ।


কাজের প্রকারভেদ:

এবার দেখা যাক সাইটে কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয় -
Click and Search ($0.10 - $0.15): এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সব শেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে।

Bookmark a page ($0.10 - $0.20): ক্লায়েন্টের কোন একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com, delicious.com বা mixx.com, যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে।

Signup ($0.10 - $0.20): এক্ষেত্রে নির্দিষ্ট কোন সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচিৎ। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না।
Comment on other blog ($0.10 - $0.15): এই কাজে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই ওযেবসাইটের বিষয়বস্তুর সাথে স্বামঞ্জস্যপূর্ণ হতে হবে।

Forums ($0.10 - $0.15): এ ধরনের কাজের জন্য কোন একটি ফোরামে রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিংক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় স্বামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে।

Facebook ($0.15 - $0.20): এ ধরনের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা ক্লায়েন্টের Fan হওয়া অথবা কোন নির্দিষ্ট বিষয়ে আপনার Wall এ পোস্ট করা।

Twitter ($0.15 - $0.20): এক্ষেত্রে twitter.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নিদিষ্ট কোন বিষয়ে পোস্ট করতে হবে।

Write an article ($0.50 - $1.75): মাইক্রোওয়ার্কারসে প্রাপ্ত কাজগুলোর মধ্যে এই ধরনের কাজ অর্থাৎ কোন বিষয়ে ইংরেজীতে আর্টিকেল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়। লেখাগুলো ৫০ শব্দ থেকে শুরু করে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। এ ধরনের কাজে এক দিকে যেমন ভাষাগত জ্ঞান বৃদ্ধি পায় তেমনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। তবে যাদের ইংরেজীতে লেখায় দক্ষতা আছে তারাই কেবল এ ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের সহায়তা নেয়া যাবে, তবে আপনার লেখাটা অবশ্যই মৌলিক হতে হবে। লেখা মৌলিক হল কিনা তা www.copyscape.com ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যাবে।

Blog/Website Owners ($0.25 - $0.80): অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR2+ PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR2+ শব্দের মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেইজ রেংক ২ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোন ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটের পেইজ রেংক কত তা www.prchecker.info ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। এ ধরনের কাজ শুরু করার পূর্বে www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই পেইজ রেংক শুণ্য থাকবে। কিন্তু আপনি যদি নিয়মিতভাবে ওয়েবসাইটটিতে বিভিন্ন বিষয়ে ইংরেজিতে আর্টিকেল লিখেন তাহলে কয়েক মাস পর পেইজ রেংক বাড়তে থাকবে। লেখার পাশাপাশি ভাল রেংকের কয়েকটি ওয়েবসাইটের সাথে লিংক বিনিময় করতে পারলে পেইজ রেংক আরো তাড়াতাড়ি বাড়তে থাকবে।

Download and/or Install ($0.25 - 0.35): এই কাজে কোন সফটওয়্যার শুধুমাত্র ডাউনলোড এবং কোন কোন সময় ইন্সটলও করতে হয়।

Post an Ad on Craigslist ($0.25 - $0.75): www.craigslist.org হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রদত্ত কোন পণ্যের বিজ্ঞাপণ craigslist.org সাইটে প্রকাশ করতে হয়। এজন্য পূর্বেই সাইটটিতে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।




02. Ezmicrojobs  এই সাইট এ ছোট ছোট কাজ করে আপনি ইনকাম করতে পারবেন । কাজ সব microworkers  এর মত আর নিয়ম কানুন ও একই । সুধু একটা জিনিস বেশি আসে সেতা হল এখান থেকে আপনি refer করিয়া ও ইনকাম করতে পারবেন ।



03. minuteworkers এই সাইট এ ও microworkers আর মত international অনেক কাজ পাওয়া যায় আর কাজ গুলো করা অনেক সহজ আপনি একটু সমায় দিলেই এই কাজ করতে পারবেন । Registration করার জন্য নিচের ব্যানার এ ক্লিক করুন ।

minute workers



04. Odesk এই সাইট বাংলাদেশে খুব জনপ্রিয় আর এরা payment ও খুব ভাল করে । তবে এখানে কাজ করতে হলে আপনাকে কিছু কাজ শিখতে হবে । এখানে আপনি web develop,Grapic design,data entry,SEO, সহ আরও অনেক কাজ পাবেন আপনার Skill অনুযায়ী আপনি কাজ আর জন্য বিড করবেন ।