কম্পিউটার এর সমস্যা সমাধান


আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার Hang সমস্যা সমাধান করা যায় একদম সহজ

তাহলে চলুন কাজ শুরু করা যাক

প্রথমে start Menu থেকে Run যান

এখানে লিখুন regedit এবং Enter চাপুন

Hkey_Current_User ডাবল ক্লিক করুন

Control Panel ডাবল ক্লিক করুন

Desktop ডাবল ক্লিক করুন

এখন ডান পাশের auto end task ডাবল ক্লিক করুন

এখানে Value Data হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK ক্লিক করে বের হয়ে আসুন

এবার আপনার কম্পিউটার Restart দিন


ইন্টারনেট এর স্পীড কম আর কোন চিন্তা না সফটওয়্যার ছাড়াই 300% SPEED
  • আপনি প্রথমে cmd ওপেন করুন।{stat menu/all programs/accessories/command prompt  or open run search cmd}
  • নিচের command টি দিন 
             ipconfig/all
  •  Command টা দেয়ার পর যে লিখা আসবে সেখান থেকে  DNS SERVER লাইন টা খুঁজে বের করতে হবে
  • উপরে IMAGE  এর মতো DNS SERVER এর IP টা NOTRPAD লীখে রাখুন বা মনে রাখুন
  • এবার নিচের COMMAND টা দিন
       ping (ip) -t 
        যেমনঃ 
       ping  117.28.224.146  -t
  • ব্যাস কাজ শেষ আবার দাখুন ইন্টারনেট এর স্পীড বেরে গেসে
  • এইটা মুতল আপনার dns server থেকে স্পীড হ্যাক করে
  • দেখবেন ইন্টারনেট এর স্পীড ৩০০% গুন বেড়ে গেসে
  • ping stop করতে চাইলে ctrl+c.
****যতক্ষণ ইন্টারনেট CONNECT থাকবেন এই টা চালূ রাখুন *******
 এটা broadband কাজ করবে না সুধু মডেম
                 
                সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়ান

সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়ান  নিয়ে। আশা করি আপনাদের উপকারে আসবে। আর কথা নয় , শুরু করা যাক তাহলে ……………
 আমরা ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য অনেকেই অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি।আমি এখন আপনাদের যে ট্রি্পস টি দিব তা হল সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়াতে পারবেন।তাহলে আর কথা
না বাড়িয়ে কাজে চলে যায়।ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ইন্টারনেটের স্পিড ২০% কে বাড়িয়ে ১০০% করবো।যেভাবে করবেনঃক) স্টার্ট মেনু থেকে Run ক্লিক করুন।gpedit.msc টাইপ করে এন্টার দিন।খ) তারপর group policy editor ওপেন হবে. এখন,Local Computer Policy >> Computer Configuration >> Administrative Templates >>Network >> QOS Packet Scheduler >> Limit Reservable Bandwidth যান ) Limit Reservable bandwidth ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % গিয়ে লিখে দিন।OK করে বের হয়ে আসুন।এখন তাহলে আর আপনার কম্পিউটারে আর ২০%স্পিড রিসার্ভ করা থাকবেনা।চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে।ইতিপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে যায়
কিন্ত আকন স্লো  হবে না।মনে রাখবেন পিসিতে যত কম সফটওয়্যার ইন্সটল করবেন পিসির উইন্ডোজ তত ভাল Performance দিবে

            আবার হ্যাক হল নেট স্পীড



1.প্রথমে আপনি যা দিয়ে নেট এর সাথে কানেক্ট আসেন সেই টার Properties যান
২। Networking --> internet protocol version 4 (TCP/IPV4) সিলেক্ট করুন
৩। properties যান
Use the following DNS server address: সিলেক্ট করুন
নিচের দুইটি এড্রেস ব্যবহার করুন পর পর --------->
208.67.222.222
208.67.220.220
৬। Ok করুন আবারও Ok করে ইন্টারনেট Disconnect করে আবার কানেক্ট করুন এবং স্পীড তা দেখুন
বিঃদ্রঃ এটা রাতের বেলা কাজ করে না সকাল / -  সন্ধ্যা / পর্যন্ত (আমাদের সময়) ভাল স্পীড পাওয়া যায় এর আগে স্পীড এর প্রবলেম হতে পারে "

        আপনাদের নেট এর গতি বাড়িয়ে দিই





প্রথমে একটি নোটপ্যাড ওপেন করুন এবং নিচের কোড টি কপি +পেষ্ট করুন।

REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Tcpip\Parameters]
"Sackopts"=dword:00000011
"TcpwindowSize"=dword:0005ae8b
"Tcp1323opts"=dword:00000011
"DefaultTTL"=dword:00000011
"EnablePMTUBHDetect"=dword:00000011
"EnablePMTUDiscovery"=dword:00000011
"GlobalMaxTcpwindowsize"=dword:0005ae8b
এরপর এটিকে save করুন romel.reg নামে।
এরপর save করা ফাইল টি কে ডাবল ক্লিক করুন। এখন আপনার পিসি রিস্টার্ট দিন।
ব্যাস উপভোগ করুন চরম স্পীড !!!!



    ডায়াল আপ মডেমের স্পীড বাড়ান দিগুন গতিতে!

আমাদের বাংলাদেশের প্রায় ইন্টারনেট লাইন ধীর গতির,
এসব লাইনগুলো স্পীডে ব্যবহার করতে নানান ধরনের কলা-কৌশল করতে হয়
আজকে আমি মডেম বা ডায়াল আপের স্পীড কিভাবে বাড়াতে হয় তা দেখাব...
. Start>Control Panel>Phoone & Modem যান
. Country বক্সে Bangladesh লিখুন
Area Code বক্সে 02 লিখুন
. এবার Ok করুন
. এবার Modem ট্যাবে ক্লিক করুন
. সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন
. এরপর Properties- ক্লিক করুন
. এবার Advance ট্যাবে ক্লিক করুন
. Extra initialization commands বক্সে লিখুন at&fx
. ছোট হাতের অক্ষরে লিখতে হবে
১০. এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন
কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন


         নিজের IP পরিবর্তন করুন কোনো রকম সফটওয়ার ছাড়াই

 আমাদের অনেক সময় IP পরিবর্তন করার দরকার হয়ে থাকে।আর IP পরিবর্তন করার জন্য আমরা সবসময় বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যবহার করে থাকি, যা অনেক ঝামেলার। আজ আমি কোনো রকম সফটওয়ার ছাড়াই IP পরিবর্তন করার টিপস শেয়ার করব।এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। মুল কাজ গুলো ইংরেজী লিখে দিলাম
1. Click on "Start" in the bottom left hand corner of
screen.
2. Press on "Run".
3. Type in "command" and press “OK”.
4. Type "ipconfig /release” and hit "Enter".
5. Type "exit" and leave the prompt.
6. Right-click on "Network Places" or "My Network Places" on your desktop.
7. Click on "Properties".
8. Right click on "Local Area Connection" and hit on "Properties".
9. Double-click on the "Internet Protocol (TCP/IP)" from the list under the "General" tab.
10. Click on "Use the following IP address" under the "General" tab.
11. Create an IP address.
12. Press "Tab" and it should automatically fill in the "Subnet Mask" section with default numbers.
13. Hit on "Ok" button here.
14. Press "Ok" button again.
15. Right-click back on "Local Area Connection" and press on “Properties” again.
16. Go back to the "TCP/IP" settings.
17. Select "Obtain an IP address automatically".
18. Click on "Ok" button.
19. Click on "Ok" button again.

              
              Browser দিয়া IP পরিবর্তন করুন

প্রথমে গুগলে সার্চ দিন ‘list of proxy address’ বা ‘free proxy server ’ লিখে
অনেক ফলাফল আসবে আপনার সামনে ওইখান থেকে প্রথমে যেকোন একটি ফলাফল বেছে নিন তারপর ওই ওয়েবসাইটে দেখবেন অনেক আইপি এড্রেস রয়েছে সাথে পোর্ট নাম্বারআপনি যা দেখছেন প্রত্যেকটি হচ্ছে এক একটি প্রক্সি সার্ভার এর আইপি এখন আপনি যেকোন একটি আইপি এবং পোর্ট কপি করেন এবার আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট এক্সপ্লোরার খুলুন এবং নিচের পন্হা অনুসরন করুন
tools>internet option>connection>lan setting
ল্যান সেটিংয়ে যান সেখানে আপনি নীল রংয়ের দুটি লাইন দেখতে পাবেন একটা হচ্ছে Automatic Configuration এবং অন্যটা হচ্ছে Proxy Server
এখন Proxy Server নামের ট্যাবে আপনি দেখতে পাবেন ৪টা ব্লক তারমধ্যে ২টা টিক চিন্হ দেয়ার জন্য আর ২টা হচ্ছে ঠিকানা দেয়ার আপনি ২টাতে টিক দিয়ে দিন ঠিকানার ঘরে আপনি আপনার কপিকৃত আইপি এড্রেসটি দিয়ে দিন আর পোর্ট এর ঘরে কপিকৃত পোর্টটি মনে রাখবেন টিক দিতে কিন্তু ভুলবেন না এবার ওকে করুন
এবার খুলুন www.whatismyip.com
এখন ওখানে আপনি দেখতে পাবেন আপনার আইপি পরিবর্তন হয়েছে
মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে
tools>options>advanced>network>settings
এখানে সেটিংসে আইপি এবং পোর্ট নাম্বার দিন ওকে করুন এরকম অনেক ব্রাউজার রয়েছে আসলে সবগুলোর সিস্টেম একই একটু চেষ্টা করলেই আপনি করতে পারবেন


                       আপনার পেনড্রাইভের জায়গাটা বাড়িয়ে নিন

সাধারণত পেনড্রাইভে ফাইল সংকোচন করে রাখা যায় না কারণ পেনড্রাইভ সাধারণত এফএটি, এফএটি৩২ ফাইল পদ্ধতিতে চলে কিন্তু পেনড্রাইভকে এনটিএফএস ফাইল পদ্ধতিতে রূপান্তর করে খুব সহজে ফাইল সংকোচন করে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় করা যায়। আর জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/Run গিয়ে cmd লিখে কমান্ড খুলতে হবে এবং convert X:/FS:NTFS লিখে এন্টার করতে হবে।
X-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে আছে সেই অক্ষরটি লিখতে হবে, যেমন L ড্রাইভে হলে L লিখতে হবে। এবার My Computer– গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties– যেয়ে এখান থেকে Compress Drive to Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK করতে হবে। এবার Apply To Sub Folders and File অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসতে হবে। এখন পেনড্রাইভে কোন কিছু কপি করে রাখলে খুব বেশী জায়গা নিবে না ফলে অনেক জায়গার সাশ্রয় হবে

          এক ক্লীকে ডাস্টবিনে ফেলে দিন উইন্ডোজের যাবতীয় ময়লা ফাইল !!!

 সাধারণত উইন্ডোজের start/run- গিয়ে %temp%, temp, prefetch, recent ইত্যাদি অপ্রয়োজনীয় ফাইল মুছে থাকি। তবে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে স্বয়ংক্রিয়ভাবে এই অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছতে পারেন।
ন্য ডেস্কটপে ফাঁকা জায়গায় মাউস রেখে ডান ক্লিক দিয়ে new/ text document- গিয়ে নোটপ্যাড খুলুন। নিচের কোডটি নোটপ্যাডে হুবহু লিখুন অথবা কপি করুন:
 cd\
COLOR 4A
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%
RMDIR /S /Q %TEMP%
CD C:\WINDOWS\TEMPRMDIR /S /Q
C:\WINDOWS\TEMPCD C:\
WINDOWS\PrefetchRMDIR /S /Q
C:\WINDOWS\PrefetchCD %T
EMP%CD..CD..CD RecentDel /s /q *.*

এখন File/ save as- গিয়ে cleanpc.bat নামের নোটপ্যাডটি সেভ করুন। খেয়াল করুন, cleanpc নামের আলাদা একটি ফাইল ডেস্কটপে তৈরি হয়েছে। ওই ফাইলে দুটি ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে।
                     
                                     কম্পিউটার এর স্পিড বাড়ান



বিভিন্ন কম্পিউটার   BIOS ঢুকার পদ্ধতি ভিন্ন ভিন্ন, তবে বেশির ভাগ ক্ষেত্রেই DEL অথবা F2, কোনো কোনো মাদারবোর্ড এর ক্ষেত্রে  F10 অথবা  F1 হয়ে থাকে সেক্ষেত্রে একসাথে কী গুলো প্রেস করে BIOS ঢুকতে পারবেন   DOS থেকে কন্ট্রোল পেনেল এর ইউজার একাউন্ট ঢুকতে  C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন পেয়ে যাবেন ইউজার একাউন্ট ডায়লগ বক্স  DOS থেকে কোনো ড্রাইভ  ফরমেট করতে চাইলে C : \> Format D : লিখে এন্টার প্রেস করুন   কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে  একইভাবে E ড্রাইভ ফরমেন্ট দিতে চাইলে লিখুন  C : \> Format E  : কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে   DOS থেকে কোনো ড্রাইভ এর ফাইল দেখতে চাইলে C : \>Dir  লিখে এন্টার প্রেস করুন   C : \>Dir /P  লিখলে সবগুলো ফাইল  আপনি পেজ আকারে দেখতে পাবেন  এবং  এন্টার প্রেস করার মাধ্যমে পরবর্তী পেজ যেতে পারবেন   C : \>Dir /S  লিখে এন্টার দিলে সকল সিস্টেম ফাইল দেখতে পাবেন   DOS থেকে বের হয়ে যেতে চাইলে  C : \> Exit  লিখে এন্টার দিন 

এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস :
ক। আপনার কম্পিউটার এর স্পিড বাড়াতে আপনার রেম খালি করে রাখার চেষ্টা করবেন
খ। হার্ড ডিস্ক অপরিচিত কোনো সফটয়ার  রাখবেন না
গ। এন্টিভাইরাস আপডেট রাখুন দিন পর পর
ঘ। হার্ড ডিস্ক এর সকল ড্রাইভ স্ক্যান  করে ভাইরাস ক্লিন করুন প্রতি সপ্তাহে  অন্তত ১দিন
ঙ। পেন ড্রাইভ স্ক্যান না করে ওপেন করবেন না  এবং  ডাবল ক্লিক দেয়া থেকে বিরত  থাকবেন
চ। প্রতিদিন কাজ শেষে অতিরিক্ত সকল ফাইল মুছে ফেলুন
ছ। ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন আপনার মেমরির দিগুন
স্টার্ট মেনুতে গিয়ে রান গিয়ে ১টি ১টি করে লিখুন আর এন্টার দিন
Prefetch, Temp, %Temp%, Recent, Cookies
তারপর সব ফাইল ডিলিট  করুন  
এছাড়াও ...
স্টার্ট মেনুতে গিয়ে রান গিয়ে আপনার কম্পিউটার এর কনফিগারেশন দেখতে লিখুন dxdiag আর এন্টার দিন  
স্টার্ট মেনুতে গিয়ে রান গিয়ে আপনার কম্পিউটার এর রেজিস্ট্রি এডিটর দেখতে লিখুন regedit আর এন্টার দিন  
স্টার্ট মেনুতে গিয়ে রান গিয়ে আপনার কম্পিউটার স্টার্টাপ অপশন এডিট করতে লিখুন msconfig আর এন্টার দিন  
স্টার্ট মেনুতে গিয়ে রান গিয়ে আপনার কম্পিউটার মেনেজমেন্ট কনসোল  দেখতে লিখুন mmc আর এন্টার দিন  




                           মশা নিয়ে দুশ্চিন্তা ?? আর না ! আর না!

কি অবাক হলেন ?
অবাক হবারই কথা আমিও দেখে প্রথমে অবাক হয়েছিআর যখনই এর কার্যকারিতা বুঝতে পারলাম তখনি আপনাতের সাথে শেয়ার করতে বসলাম
আপনাদের মতামত অবশ্যই জানাবেন...... যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি আমাদের দৈনন্দিন জীবনে মশার যা জালা তা আশা করি কাউকে বলে বুঝাতে হবে না আর মশার হাত থেকে বাচার জন্য পর্যন্ত কত টাকা যে খরচ করা হয়েছে তা হয়ত হিসেবের বাইরে আর নয় টাকা খরচ শুধু বাসায় একটা কম্পিউটার আর স্পিকার থাকলেই সহজেই পেয়ে যাবেন সমাধান ভাবছেন কিভাবে ?? এতো না ভেবে এখান থেকে>>>>http://www.mediafire.com/?e9ul9154tp5h94a মেগাবাইটের ছোট সফটওয়ারটি ডাইনলোড করে ইনস্টল করে নিন এবার দেখুন খেলা....

কিভাবে ব্যবহার করবেন ?

আপনি ফ্রিকোয়েন্সি আপ ডাউন (১২-২২ কিলো হার্জ এর মধ্যে) করতে পারবেন এই শব্দের আপডাউনের মধ্যেই নির্ভর করবে এই সফটওয়্যারের যাদুকারীতা এটি একটু কেয়ারফুললী করবেন দেখবেন যে কত তে রাখলে আপনার রুমের মশা ঠিক মত পালনোর পথ পাবে না
এর পর এর status যদি online সিলেক্ট করে রাখুন তাহলে শব্দ হওয়া শুরু হবে আর যদি offline রাখেন তাহলে শব্দ হবে নাএবং অফলাইনে থাকাকালীন কোন কাজ হবে না তাই অনলাইনে রাখবেন
এর পর ফ্রিকোয়েন্সি অটো বা ম্যানুয়াল রাখতে পারবেন

        এক ক্লিক এ Windows XP Genuine 

অনেক সময় windows Xp upgrade বা Microsoft এর site হতে কোনো application download করতে চাইলে বা ইনস্টল করতে চাইলে তা আমরা সহজেই করতে পারি না . এ অবস্থা হতে পরিত্ত্রান পাবার জন্য windows XP তে এই ফাইল টিতে "http://www.mediafire.com/?4mdkz3w8czxrbw7 " ফাইল টি download করে তারপর ইনস্টল করুন. Double ক্লিক করে OK করুন, দেখবেন আপনার windows XP Genuine হযে গেসে.
বেস এবার আপনার windows XP ইসেমত upgrade করুন এবং Microsoft যে কোনো application ইনস্টল করুন. কোনো validation চাইবে না .
কারো কোন জিজ্ঞাসা থাকলে অবস্যই করবেন...সাহায্য করার চেষ্টা করব যদি পারি। সবাইকে ধন্যবাদ।